at মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৩ |
১.
হৃদয়ের ভূত মাথায়
চড়ে বসলে
জানালা ভর্তি
শাপ কিলবিল
করে। যেটুকু
বাতাস বুকে
ধরে রাখতে
পারতাম, সেটুকুও
ফুরিয়ে যায়
দ্রুত। নিঃশ্বাস
বন্ধ হয়ে
যায়। চারপাশে
তাকিয়ে একটা
মুখ খুঁজি,
তালপাখা হাতে
নিয়ে বসে
আছে এমন
নয়। কেবল
একটা স্বস্তির
মুখ। সেই
মুখ হা
Read More
at শুক্রবার, জুলাই ১২, ২০১৩ |
হৃদয়ের ভূত মাথায় চড়ে বসলে জানালা ভর্তি শাপ কিলবিল করে। যেটুকু বাতাস বুকে ধরে রাখতে পারতাম, সেটুকুও ফুরিয়ে যায় দ্রুত। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। চারপাশে তাকিয়ে একটা মুখ খুঁজি, তালপাখা হাতে নিয়ে বসে আছে এমন নয়। কেবল একটা স্বস্তির মুখ।
Read More
at শনিবার, জুলাই ০৬, ২০১৩ |
শিউলীমালাকেঅক্টোবর মাসে আকাশ পরিষ্কার থাকে বলেআকাশের অনুবাদে কোনও ক্ল্যাশ নাই।এখন বর্ষাকালে আকাশও মনের রঙ বদলায়অথচ প্রতিদিন তার আড়ালে সূর্য হাসে,বৃষ্টি বেলায় আধারের মুখোশ খুলবো বলে বসে থাকিঅথচ মুখোশ নিজেই বদলে দিয়েছে তার চেহারাবর্ষায় তার আবহাওয়া ব
Read More
1 মন্তব্য(গুলি):