রোজকার কিচেনে নীল আলোর গাছ জন্মায়
আজও কি আকাশের চরিত্র আগের মতই
ধমকি ধামকি দিয়ে প্রেমের গান শোনায়?
সবুজের কাছে একটা চিঠি এসেছে,
প্রাপকের স্থলে লিখা আছে ময়ূরীর নাম
আমরা যেদিন চিড়িয়াখানা দেখতে যাবো সদলবলে
ঐ দিন তার জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াতপত্র ছিলো সেটা
রোজকার এ্যালবামে কোন নীল আলোর গাছ জন্মালে
প্রত্যেকে প্রতিদিন তার নাম রাখার জন্য উতলা হয়ে ওঠে
অথচ তার নাম ছিলো অনামিকা-
এবার আকাশের জন্মদিনে আমরা ঠিক করেছি
কবিতা পাঠের আসর বসাবো
0 মন্তব্য(গুলি):