আমিতো
নই পূর্ব পুরুষের মৃত্যু সমন-
হাতের
রেখা মুছে স্টেশনের পাগলির মতো
প্রতিদিন
তাই নতুন জন্মের কথা বলি
তুমি কি
পাখির বন্ধু? নাকি ছিলে
ফুল
বাগানের মালি?
আমি কেউ
না, ঘুমের ওষুধ খাওয়া যুবকের
অনিদ্রাকাল
কেবল
জানো
পাখিদের বংশ পরম্পরায়
আমার
নাম লেখা আছে-
তবুও আমি
ভুলে যাই নিজের নাম
শুধু
মনে পরে পূর্ব পুরুষ
এক সময়
পাখিদের রাজা ছিলো
আমাকে
ফুলবাগানের মালি হতে বলেছিলো
এক জাদুকর
আমি হতে
চেয়েছিলাম রাজহাসের ডানা
পূর্ব
পুরুষের কথা ভেবে আমার কিছুই হওয়া হলো না
আমি
শুধু তাদের মৃত্যু মুখোশ হয়েছি
0 মন্তব্য(গুলি):