একটা মানুষের জীবনে কতটুকু সময় প্রয়োজন? কতটুকু সময় হলে সে বলবে আমি সম্পূর্ণ? বা তার জীবনের আর কোনও চাহিদা থাকবে না? প্রশ্নগুলোর উত্তর আপেক্ষিক। স্থান কাল পাত্র ভেদে তা পরিবর্তিত হয়। কিন্তু একটা বিষয় নিশ্চিত খুব বেশী সময় লাগে না একটা মানুষের নিজেকে প্রমাণ করার। আর তার উদাহরণ আমাদের পৃথিবীতে অহরহ। তাই পৃথিবীতে যদি খুব বেশী প্রয়োজনীয় না হয় তবে আমি মনে করি একটা মানুষের ৪০ বছরের বেশী বেঁচে থাকার প্রয়োজন নেই। আমিও তাই চাই নিজের জীবনেও। আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি যে আমি যা করতে চেয়েছিলাম তা অনেকাংসে পেরেছি তবে আমি আমার ৪০ ও ৪১ তম জন্মদিনের মাঝে পৃথিবী ত্যাগ করতে চাই। হয়তো এ সময় আমি আত্মহত্যা করবো। আমার মনে হয় তার প্রয়োজন পরবে না। এই বাংলাদেশে যদি আমি প্রয়োজনীয় হয়ে উঠি, তবে আমার তার চেয়ে বেশী বেঁচে থাকটাও অসম্ভব হয়ে উঠবে। রাষ্ট্রই তার প্রাকৃতিক ব্যবস্থা দিয়ে আমাকে আমার ইচ্ছা পূরণ করবে। আর তা হোক না, যেভাবেই।
0 মন্তব্য(গুলি):