বাগানে লাগিয়েছি ধনে পাতার সবুজ গাছ
অথচ চায়ের কাপে করে বড় হচ্ছে পেয়ারার জুস!
পতাকা উড়িয়ে দিয়ে তাইতো একটাই কেবল মিথ্যাচার
আর ফাইলে আটকে রেখে নিনাদিত সময়ের ইতিহাসকে মুছে
আরো কত জন্মের গল্প এক করে এঁকেছি এই বৃত্তান্ত!
দেখো তবুও ঝুলে আছে মধ্যপথে
ঠিক যেনো নারীর কোমর- আলো ও মৃত্যুর পাশাপাশি
আমিই একে একে নিজেদের ছায়া অতিক্রম করার চেষ্টা করি-
সমুদ্র ও পাহাড় কেবল দাঁড়িয়ে থাকে পুরোনো অজুহাত নিয়ে
আর কোনও মৃত্যুর পূর্বে বিগত যৌবনা নারী তুমি
ফিরে এসো পুর্নবার, দেখো তোমার জন্য স্ফিত রক্তের বান
সেজে আছে জলরঙ মূর্চ্ছনায়!
ধনে পাতা গাছ প্রিয় বন্ধু
চায়ের কাপে তবে আমাদের জন্ম ও মৃত্যুর কথা ভুলে
পেয়ারা ও লেবুর বাগান যেনো মুঠো খুলে বসে থাকা
আকাশ ও ঘুড়ির মাঠ- প্রতিদিন তাই ফুটে থাকে রক্তজবা ফুল
জনাব, আপনাকে ব্লগস্পট এ পেয়ে কি যে আনন্দিত হইয়াছি তাহা লিখিত আকারে প্রকাশ করিতে গেলে বড়ই সমস্যার সৃস্টি হইবেক বলিয়া মনে হইতাছে। আপনাকে আমার ব্লগ থেকেও একটুখানি ঘুরিয়া আসিবার নিমন্ত্রণ রহিলো।
উত্তরমুছুনজনাব, আপনার ব্লগে মাঝে মাঝেই যাই তো। কিছুই দেন না। হুদাই।...
মুছুনI did not know you write poems as well. lovely
উত্তরমুছুনআমার ব্লগে আসার জন্য ধন্যবাদ আপা। ভালো লাগলো। :)
মুছুন