ভুল ঠিকানা নিয়ে ডাক পিয়ন ফিরে গেলে কিছুই করার থাকেনা লেবু গাছের
তার চেয়ে বরং ডাক টিকিটের নাম মুখস্থ করি- দেখি জানালা জুড়ে খোলা আকাশের রাত
নিশ্চুপ ঝড়ে যাচ্ছে খামে ভরা চিঠিতে।
তোমদের ঈশ্বর আজ ঠিকানাহীন বালক হয়েছে
গাদা ফুলের পাপরি মেখে এইবার তার নীল নাম পড়ে ফেলেছে সময়
আসো- দেখো কিভাবে মেঘ ছাড়া তার বৃষ্টি হয়।
0 মন্তব্য(গুলি):