বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

ইলিয়াস কমল-এর কবিতা

at বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০১১  |  No comments


ভুল ঠিকানা নিয়ে ডাক পিয়ন ফিরে গেলে কিছুই করার থাকেনা লেবু গাছের
তার চেয়ে বরং ডাক টিকিটের নাম মুখস্থ করি- দেখি জানালা জুড়ে খোলা আকাশের রাত
নিশ্চুপ ঝড়ে যাচ্ছে খামে ভরা চিঠিতে।
তোমদের ঈশ্বর আজ ঠিকানাহীন বালক হয়েছে
গাদা ফুলের পাপরি মেখে এইবার তার নীল নাম পড়ে ফেলেছে সময়
আসো- দেখো কিভাবে মেঘ ছাড়া তার বৃষ্টি হয়।

Share
Posted by eliuskomol
About the Author

Write admin description here..

0 মন্তব্য(গুলি):

এই সাইটের যে কোনও লেখা যে কেউ অনলাইনে ব্যবহার করতে পারবে। তবে লেখকের নাম ব্যবহার করা বাধ্যতামূলক।

Blogger template Proudly Powered by Blogger. Arranged By: এতক্ষণে অরিন্দম