সময় কি অস্থির বাতাস, নাকি ঘোড়া হয়ে ছুটে গেছে বাদাম বাগানে?
আমার পান্থশালায় জমে উঠা মেঘের বাসর
এই শীতে ফুল হয়ে ফুটে
রাত বিরাতে সময়কে ডেকে তোলা কালসাপ
নিয়ত ছোবল দেয় পাথরের দেয়ালে
কি দরকার পৃথিবী?
তার চেয়ে মৃত্যু আসুক বন্ধু হয়ে
মরে গেলে বেঁচে যাবে স্বতন্ত্র ঈশ্বর
সে কোনও ছায়ার নাম নয়, নিজেই নিজের আরাধ্য বিন্দু
নিজের বেঁচে থাকার গল্প বলে জমিয়ে রাখে পুরুষত্ব
সাপখেলা ভুলে গিয়ে অবসরের গান শোনে তাই
কাঠবিড়ালী মন।
কি দরকার পৃথিবী?
উত্তরমুছুনতার চেয়ে মৃত্যু আসুক বন্ধু হয়ে
মরে গেলে বেঁচে যাবে স্বতন্ত্র ঈশ্বর
..................................................
ভালো থাকুক কাঠবিড়ালী মন।