আজ এই আনন্দধানে কেবল উষ্ণ রঙের ফুলঝুরি
তার গোপন দুয়ারের চাবির গোছা হারিয়ে ফেলেছি
তবুও পাথর ও তাম্রলীপিতে দেখি কেবল মুক্তির ইশারা
অথচ, এই বসন্তের পূর্বেও তোমার জন্য রইল তৃষ্ণার্ত ঠোঁট
আমি তবুও সেই লক্ষণ তীর চিহ্ণ খুঁজে বেড়াই
কোথায় তুমি আমার মুঠোভর্তি প্রেমের পেয়ালা?
আগামী বসন্তে তোমার জন্য তাই তুলে রাখলাম সকল অন্ধকার
তার গোপন দুয়ারের চাবির গোছা হারিয়ে ফেলেছি
তবুও পাথর ও তাম্রলীপিতে দেখি কেবল মুক্তির ইশারা
অথচ, এই বসন্তের পূর্বেও তোমার জন্য রইল তৃষ্ণার্ত ঠোঁট
আমি তবুও সেই লক্ষণ তীর চিহ্ণ খুঁজে বেড়াই
কোথায় তুমি আমার মুঠোভর্তি প্রেমের পেয়ালা?
আগামী বসন্তে তোমার জন্য তাই তুলে রাখলাম সকল অন্ধকার
0 মন্তব্য(গুলি):