তোমাকে জানি বিষণ সন্ধ্যা হয়ে যাওয়া একটি প্রহরের মতো
তোমার দ্বীপে তাই একলা মানুষ আগুন জ্বালে
আমাকে ভালোবেসে একগুচ্ছ লাল গোলাপ
মৃত পরীর আত্মা হতে চেয়েছিলো।
চেয়েছিলো বনে বনে ঘুরে পাখিদের ভাষা জেনে নিতে।
পাখি তো কোনও মানুষের জীবনে
উৎসব উদযাপনের লক্ষ্য ছিলো না।
তাই রোজ প্রভাতে নিয়ম করে শুকনো বাগানের প্রজাপতিগণ
দলবেঁধে এসে হাওয়া দিতোÑ
ডানাহীন প্রজাপতি তবুও নীরব হয়ে এসেছিলো
গোপনে মৃত্যুর বার্তা নিয়ে
রাস্তায় সারি সারি বৃক্ষের পিতা দাঁড়িয়ে থেকে
পাড়বাধা জীবনের মোহ নিয়ে
সে এক বন্দী জীবনের কিচ্ছা
ঘরের পাশেই ছিলো হারিয়ে যাওয়া দিঘী
মাছেদের শৈশব ফিরিয়ে আনতে গিয়ে সেও হারিয়েছিলো
তার শ্যাওলাবাহী জলের আড়ালে, তাইতো-
গতকাল হরতালের দিনেও আমি অচিনপুরের ট্রেনে উঠে বসি
আমাকে নামিয়ে দেয় একটি দ্বীপে;
সেখানে জল ছিলো- আর ছিলো মৃত একজোড়া মুনিয়া
তবুও তাই সকল বৃক্ষের শাখে শাখে প্রজাপতি খোঁজতাম
দেখি প্রজাপতিগুলো এক একটা গোলাপ হয়ে যাচ্ছে
আমাকে ভালোবেসে তাই একগুচ্ছ লাল গোলাপ
মৃত পরীর আত্মা হতে চেয়েছিলো
তোমার দ্বীপে তাই একলা মানুষ আগুন জ্বালে
আমাকে ভালোবেসে একগুচ্ছ লাল গোলাপ
মৃত পরীর আত্মা হতে চেয়েছিলো।
চেয়েছিলো বনে বনে ঘুরে পাখিদের ভাষা জেনে নিতে।
পাখি তো কোনও মানুষের জীবনে
উৎসব উদযাপনের লক্ষ্য ছিলো না।
তাই রোজ প্রভাতে নিয়ম করে শুকনো বাগানের প্রজাপতিগণ
দলবেঁধে এসে হাওয়া দিতোÑ
ডানাহীন প্রজাপতি তবুও নীরব হয়ে এসেছিলো
গোপনে মৃত্যুর বার্তা নিয়ে
রাস্তায় সারি সারি বৃক্ষের পিতা দাঁড়িয়ে থেকে
পাড়বাধা জীবনের মোহ নিয়ে
সে এক বন্দী জীবনের কিচ্ছা
ঘরের পাশেই ছিলো হারিয়ে যাওয়া দিঘী
মাছেদের শৈশব ফিরিয়ে আনতে গিয়ে সেও হারিয়েছিলো
তার শ্যাওলাবাহী জলের আড়ালে, তাইতো-
গতকাল হরতালের দিনেও আমি অচিনপুরের ট্রেনে উঠে বসি
আমাকে নামিয়ে দেয় একটি দ্বীপে;
সেখানে জল ছিলো- আর ছিলো মৃত একজোড়া মুনিয়া
তবুও তাই সকল বৃক্ষের শাখে শাখে প্রজাপতি খোঁজতাম
দেখি প্রজাপতিগুলো এক একটা গোলাপ হয়ে যাচ্ছে
আমাকে ভালোবেসে তাই একগুচ্ছ লাল গোলাপ
মৃত পরীর আত্মা হতে চেয়েছিলো
0 মন্তব্য(গুলি):