আমার চারপাশ আমি নির্মাণ করতে চাই। আমার সত্তার চারপাশ আমাকে তাড়িত করে। আমি এক অনুভবনিয় পৃথিবীর গল্প দেখি। দেখি ভোর বেলা মানুষের আনন্দিত মুখ।সন্ধ্যার ট্রাফিক জ্যামে আটকে থেকেও তার মুখ এক উদ্ভাসিত আলোয় ভরে যাবে। সেই মুখগুলো আমি আমার চারপাশে নির্মাণ করতে চাই। আমি চাই সেই মুখগুলো আমাকে তাদের নিজের আয়না হিসেবে দেখুক। দেখুক অন্যের মুখে নিজের মুখের হাসিটা কেমন দেখায়!
....
....
0 মন্তব্য(গুলি):