এখান থেকে শিমুলপুর রোড অল্পক্ষণের পথ
সেখানে ঘুমের দেশ বাস করে
রাতের আকাশে তারা জ্বললে সেখানে
ঘরের অন্ধকার থাকে না
এই গল্প শুনেছিলো আমার পিতা,
তার বাবার বাবার কাছ থেকে
তিনি জানতেন দুধ মহালের সমস্ত কিংবদন্তী
তার কাছ থেকে মহামানবের সংজ্ঞা শিখেছিলাম আমরা
আমাদের ঘরে ঘরে আজলা ভর্তি জলের বিস্তার
আমাদের আসে পাশেই শিমুলপুর রোড
অল্পক্ষণের পথ।
0 মন্তব্য(গুলি):