পুরুষ পর্ব
বিছানার নীল চাদরে হলুদ পাপড়ির আস্তরণ পড়লে
কি রকম জানি চিত্রকল্পের আবহ তৈরি হয় জানিনা;
যদিও জানি প্রত্যেকটি ফুলশয্যার রাত এখানেই
শুরু ও শেষ হয়।
নির্মোহ আনন্দের আশায় আমি চালাই অগ্নুৎপাতের ঘোড়া
নিমগ্ন দর্শকের ত্বকে তবুও কোন উষ্ণতার ছোয়া নেই
তথাপি যেচে তৈরি করি রসালো সঙ্গমের তৃপ্তি
ভূমিহীন বালক তুমি- ওড়াও কল্পলোকের ঘুড়ি
নেশার চাদড়ে ঢাকি যদি আকাশ তমশাবর্ণরূপ
আমিতো সরিয়ে রাখি সরু আঁচল নিত্য বাহানায়
শখের তালপাখাও যদি কোন শীতের রাতে ঘুরে
কি দোষ তবে পাখার? ভেজা রক্তের স্বাদ লেগে
থাকে তবুও হলুদ আস্তরণে।
তোমাকে দিইনি শরৎ আকাশ- তুলে রাখি মেঘে
ভেজামাটির গন্ধ খুঁজে খুঁজে
বিছানার নীল চাদরে হলুদ পাপড়ির আস্তরণ পড়লে
কি রকম জানি চিত্রকল্পের আবহ তৈরি হয় জানিনা;
যদিও জানি প্রত্যেকটি ফুলশয্যার রাত এখানেই
শুরু ও শেষ হয়।
নির্মোহ আনন্দের আশায় আমি চালাই অগ্নুৎপাতের ঘোড়া
নিমগ্ন দর্শকের ত্বকে তবুও কোন উষ্ণতার ছোয়া নেই
তথাপি যেচে তৈরি করি রসালো সঙ্গমের তৃপ্তি
ভূমিহীন বালক তুমি- ওড়াও কল্পলোকের ঘুড়ি
নেশার চাদড়ে ঢাকি যদি আকাশ তমশাবর্ণরূপ
সেজে ওঠলে উত্তপ্ত আরো কিছু উপাদান আমি
ঢেলে রাখার অবকাশ খুঁজি শুধু নিমগ্ন জলে
যেখানে প্রতিদিন আমার প্রতিপই কেবল আমি।
নারী পর্ব
কিবা প্রয়োজন ছিলো উষ্ণতার ফেরি করা!আমিতো সরিয়ে রাখি সরু আঁচল নিত্য বাহানায়
শখের তালপাখাও যদি কোন শীতের রাতে ঘুরে
কি দোষ তবে পাখার? ভেজা রক্তের স্বাদ লেগে
থাকে তবুও হলুদ আস্তরণে।
তোমাকে দিইনি শরৎ আকাশ- তুলে রাখি মেঘে
ভেজামাটির গন্ধ খুঁজে খুঁজে
0 মন্তব্য(গুলি):