at বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০১১ |
ভোল পাল্টে ফেলেছে প্রিয় রাজহাস
আম জানি তার গন্তব্য, সে কেবল কোনও দূর নিয়ন্ত্রিত হাতছানি নয়-
আরো গভির হওয়ার ষড়যন্ত্র;
যার পরতে পরতে চোড়াবালির যুবতি মেঘ
তুমি কি সত্যিই হাওয়া, নাকি জলমহালের কোনও প্রাক্তন রাজকন্যা?
পথ ভুলে চলে এসেছো অরণ্যে-
তোম
Read More
at সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০১১ |
রাতে, যদিবা জ্বলে ওঠে গোপন আঁধার মনে মনে
তবে এক শূন্য উদ্যানে শুয়ে শুয়ে বিগত দিনেরজাবর কাটে অরূপ আঁধার;তোমার শরীরে তাই পরিচিত মাছের গন্ধশুকে শুকে চিনে নেই গন্তব্যের নামযদিও পথে কেবল ধূলির বাতাস উড়ে-
বেগুনী বিকালে লিখতে গিয়ে নিজের নামআলোক স্বল্পত
Read More
at সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০১১ |
মৃত্যুময় ঘুম, আমার প্রিয়তমা আগামি শীতে কি তোমার নিমন্ত্রণ?যদি তুমি ভুলে যাও আমার ডাক, তবে দূত তোমার পথ হারাবেআমি তো তোমাকে নই, ডেকে যাবো কেবল তোমার ঈশ্বররাত নিভে যাওয়ার আগেই সকাল এলেই আমার শূণ্য উঠানকেবল ভরে ওঠবে আগামি বষন্তের পূর্বাভাষে, প্রিয
Read More
at শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০১১ |
মাঝ রাত্রীর জানালা খুলে ফিরে গিয়েছি মাঠে
তোমার গলায় তাই শাপলার মালা-
নিভিয়ে দিয়েছো যন্ত্রণার কুসুম- এমনও এক সময় জুড়ে
জড়িয়ে আছে ফুল-ফল ও পাথর বাগান
তালপাতার ইতিহাসে লেখা ভুলে গিয়ে আজ
পাটিগণিত অক্ষরের সুরে নাচি
জানালায় ডানা ভাঙা ঘুমে
Read More
at বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০১১ |
দূর হতে ভেসে আসে সতর্কবার্তা- আসে যন্ত্রনাহীনকান্তির অবসর- অথচ টিয়া পাখির উমেআমাদের রাত ভেসে যায় পশ্চিম থেকে পূর্বে
কড়া নেড়ে গিয়েছিলো ওড়নার উষ্ণতাআলিঙ্গনের লোভ তাই বড় বেশি ম্যাড়ম্যাড়েতোমার তো তবুও সৎকার হওয়ার লোভ রয়েছেআমার রয়েছে কেবল পা
Read More
at সোমবার, সেপ্টেম্বর ১২, ২০১১ |
ইদানিং প্রায়ই এমন হয়। মনে হয় সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও পালিয়ে যাই। অথবা পালাই নিজের কাছ থেকে। পারি না। পারতে দেয় না বললে ভুল হবে। আসলে পারি না। এতটুকু মতা এখনো হয়নি বোধ হয়। হলে তো পারতামই। আসলে কোথায় পালাবো? এখনো কি পালিয়েই নেই? এই প্রশ্নগ
Read More
at শনিবার, সেপ্টেম্বর ০৩, ২০১১ |
বাগানে লাগিয়েছি ধনে পাতার সবুজ গাছ
অথচ চায়ের কাপে করে বড় হচ্ছে পেয়ারার জুস!
পতাকা উড়িয়ে দিয়ে তাইতো একটাই কেবল মিথ্যাচার
আর ফাইলে আটকে রেখে নিনাদিত সময়ের ইতিহাসকে মুছে
আরো কত জন্মের গল্প এক করে এঁকেছি এই বৃত্তান্ত!
দেখো তবুও ঝুলে আছে মধ্যপথ
Read More
0 মন্তব্য(গুলি):