শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

ইলিয়াস কমল-এর কবিতা

at শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০১১  |  No comments


মাঝ রাত্রীর জানালা খুলে ফিরে গিয়েছি মাঠে
তোমার গলায় তাই শাপলার মালা-
নিভিয়ে দিয়েছো  যন্ত্রণার কুসুম- এমনও এক সময় জুড়ে
জড়িয়ে আছে ফুল-ফল ও পাথর বাগান

তালপাতার ইতিহাসে লেখা ভুলে গিয়ে আজ
পাটিগণিত অক্ষরের সুরে নাচি
জানালায় ডানা ভাঙা ঘুমের অষুধ খেয়ে
ছুটে যায় পিতৃপুরুষের কাছে- ও আমার প্রাণ মাঝি
তোমার দাওয়ায় বসে আছে দেখো জালালী কইতর-

ভুল করে তার গায়ে লেখা নিজের নাম
বারবার বলে ফিরে আসে তার নিজের কাছেই

Share
Posted by eliuskomol
About the Author

Write admin description here..

0 মন্তব্য(গুলি):

এই সাইটের যে কোনও লেখা যে কেউ অনলাইনে ব্যবহার করতে পারবে। তবে লেখকের নাম ব্যবহার করা বাধ্যতামূলক।

Blogger template Proudly Powered by Blogger. Arranged By: এতক্ষণে অরিন্দম