মাঝ রাত্রীর জানালা খুলে ফিরে গিয়েছি মাঠে
তোমার গলায় তাই শাপলার মালা-
নিভিয়ে দিয়েছো যন্ত্রণার কুসুম- এমনও এক সময় জুড়ে
জড়িয়ে আছে ফুল-ফল ও পাথর বাগান
তালপাতার ইতিহাসে লেখা ভুলে গিয়ে আজ
পাটিগণিত অক্ষরের সুরে নাচি
জানালায় ডানা ভাঙা ঘুমের অষুধ খেয়ে
ছুটে যায় পিতৃপুরুষের কাছে- ও আমার প্রাণ মাঝি
তোমার দাওয়ায় বসে আছে দেখো জালালী কইতর-
ভুল করে তার গায়ে লেখা নিজের নাম
বারবার বলে ফিরে আসে তার নিজের কাছেই
0 মন্তব্য(গুলি):