ভোল পাল্টে ফেলেছে প্রিয় রাজহাস
আম জানি তার গন্তব্য, সে কেবল কোনও দূর নিয়ন্ত্রিত হাতছানি নয়-
আরো গভির হওয়ার ষড়যন্ত্র;
যার পরতে পরতে চোড়াবালির যুবতি মেঘ
তুমি কি সত্যিই হাওয়া, নাকি জলমহালের কোনও প্রাক্তন রাজকন্যা?
পথ ভুলে চলে এসেছো অরণ্যে-
তোমার রাজন্যবর্গে জানি এক ঘোড়াসাল আছে
শেকল ও অস্ত্রের গান তাই ভালো জানো রূপসী
আমরা ছিলাম অরণ্যের নেবু পাতায়
ফল ও বৃরে শুশোভিত মন্ত্রের কাছাকাছি,
তোমাকে তবুও ছোঁয় রস ও লাবণ্যের ঘ্রাণে
জেগে উঠো পেয়ালা ভর্তি মধু,
তোমাকে ডাকছে বিপণœ রাজকুমার;
মানুষের ত্বকে তাই তোমার নামে লিখা প্রেমের বাগান
সুরভিত হয়ে উঠুক এই বসন্তে
0 মন্তব্য(গুলি):