দূর হতে ভেসে আসে সতর্কবার্তা- আসে যন্ত্রনাহীন
কান্তির অবসর- অথচ টিয়া পাখির উমে
আমাদের রাত ভেসে যায় পশ্চিম থেকে পূর্বে
কড়া নেড়ে গিয়েছিলো ওড়নার উষ্ণতা
আলিঙ্গনের লোভ তাই বড় বেশি ম্যাড়ম্যাড়ে
তোমার তো তবুও সৎকার হওয়ার লোভ রয়েছে
আমার রয়েছে কেবল পাহাড় হওয়ার অপরাধ
এই বাক্য লিখতে গিয়ে ভুলতে বসেছিলাম শৈশব
তখন কোনও মাঠে হয়তো জনসভা হতো
তার চেয়ে বেশি হতো মনের ভেতর চড়কের মেলা
পাথরে আগুন জ্বেলে যারা সভ্যতা গড়েছিলো
তাদেরও কি তেমন বন্ধু আছে? আছে কি তাদের শববাহী
জাহাজের কঙ্কাল?
এভাবে মৃত্যুর জন্য জন্মায়নি পাহাড়
যমজ বৃক্ষের কোলে নুয়ে পড়া শিশু
তোমাকে তাই ঘুম ভাঙাবে জাদুকর
0 মন্তব্য(গুলি):