মৃত্যুময় ঘুম, আমার প্রিয়তমা আগামি শীতে কি তোমার নিমন্ত্রণ?
যদি তুমি ভুলে যাও আমার ডাক, তবে দূত তোমার পথ হারাবে
আমি তো তোমাকে নই, ডেকে যাবো কেবল তোমার ঈশ্বর
রাত নিভে যাওয়ার আগেই সকাল এলেই আমার শূণ্য উঠান
কেবল ভরে ওঠবে আগামি বষন্তের পূর্বাভাষে, প্রিয়তমা শীত
তোমাকে কি বলে ডাকি? তুমি কি বসন্তের পাখি?
এই শীতে তোমাকে কোনও রাত জড়িয়ে উঠুক
কেউ দেখেনি সেই লোভের সংবাদ- তবুও জানি
আগামী মৃত্যুর পূর্বে একটা বসন্ত আসবে; আর আসবে তুমি
প্রিয়তমা শীত তুমি ভালো আছো তো?
0 মন্তব্য(গুলি):