সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

ঘুড়ি উড়ানো বালকের কাছে খোলা চিঠি

at সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০১১  |  No comments

রাতে, যদিবা জ্বলে ওঠে গোপন আঁধার মনে মনে
তবে এক শূন্য উদ্যানে শুয়ে শুয়ে বিগত দিনের
জাবর কাটে অরূপ আঁধার;
তোমার শরীরে তাই পরিচিত মাছের গন্ধ
শুকে শুকে চিনে নেই গন্তব্যের নাম
যদিও পথে কেবল ধূলির বাতাস উড়ে-

বেগুনী বিকালে লিখতে গিয়ে নিজের নাম
আলোক স্বল্পতায় ভোগী আমি;
তোমার শৈশব অপরিচিত নদী হয়ে আসে
                       কলকল ধ্বনিময়-
অথচ অষ্টাদশী সূর্য নিকট যৌবনে
যার মুগ্ধতার সৌরভে ফুটে বেলি ফুল
নামহীন গোত্রহীন বালক তুমি
একটা ঘুড়ির বীজ না হয় রূপণ করো তবে।

Share
Posted by eliuskomol
About the Author

Write admin description here..

0 মন্তব্য(গুলি):

এই সাইটের যে কোনও লেখা যে কেউ অনলাইনে ব্যবহার করতে পারবে। তবে লেখকের নাম ব্যবহার করা বাধ্যতামূলক।

Blogger template Proudly Powered by Blogger. Arranged By: এতক্ষণে অরিন্দম