রাতে, যদিবা জ্বলে ওঠে গোপন আঁধার মনে মনে
তবে এক শূন্য উদ্যানে শুয়ে শুয়ে বিগত দিনের
জাবর কাটে অরূপ আঁধার;
তোমার শরীরে তাই পরিচিত মাছের গন্ধ
শুকে শুকে চিনে নেই গন্তব্যের নাম
যদিও পথে কেবল ধূলির বাতাস উড়ে-
বেগুনী বিকালে লিখতে গিয়ে নিজের নাম
আলোক স্বল্পতায় ভোগী আমি;
তোমার শৈশব অপরিচিত নদী হয়ে আসে
কলকল ধ্বনিময়-
অথচ অষ্টাদশী সূর্য নিকট যৌবনে
যার মুগ্ধতার সৌরভে ফুটে বেলি ফুল
নামহীন গোত্রহীন বালক তুমি
একটা ঘুড়ির বীজ না হয় রূপণ করো তবে।
0 মন্তব্য(গুলি):