মুঠোভর্তি সোনার আলো ছড়িয়েছি ভাতের থালায়
তোমার গোলায় আজ তাই বাতাবি নেবুর ঘ্রাণ
আর দুই বেলা ভাতের মৌসুমে বয়ে যাওয়া বাতাস
আমাদের গায়ে লাগেনি
তার কাছে মিঠেকড়া গল্প শুনতে গিয়ে আমরা তাই
ভুলে আছি নিজেদের পরিচয়
এবার বোধহয় তাই মুছে গেছে পাপ পূণ্যের হিসাব
ভাতের ইতিহাসে সে এক অনুজ্জ্বল অধ্যায়
: তুমি তার নাম ঠিকানা লিখে রাখো-
আমি মৃত্যু পরোয়ানা পৌঁছে দিবো
0 মন্তব্য(গুলি):