সেই উদ্ধত ছুরির কথা বলে যাবো আজ
যে আমার আত্মপ্রতিকৃতির খুনি।
দিনে দিনে দুধ কলার পরিবর্তে তাই সে
নিজের মৃত্যুর দিন গুনেছে
আরো যে পথের গল্প সে আমায় বলে ছিলো
সেই গল্পের পাখি এবার গান শুনিয়েছে মিষ্টি
রাত বাড়তে থাকলে বেড়ে যায় সুরের আশ্রয়
অথচ প্রতিদিন ছুরি হাতে তার জন্য
দাঁড়িয়ে থাকে রূপকথার শহর, জড়িয়ে থাকে
বিকৃত জীবনের কথাকার
পাহাড়ের আড়ালে সেই রাতের মতো
প্রতিদিন তার জন্য খুনের উৎসব জমে
জমে উঠে সুরার টেবিলে আগুনের উৎসব
আর মধ্যরাতের স্যাম্পেনে ডুবে যায় তার ছুঁড়ির যৌবন
0 মন্তব্য(গুলি):