বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১


ভোল পাল্টে ফেলেছে প্রিয় রাজহাস
আম জানি তার গন্তব্য, সে কেবল কোনও দূর নিয়ন্ত্রিত হাতছানি নয়-
আরো গভির হওয়ার ষড়যন্ত্র;
যার পরতে পরতে চোড়াবালির যুবতি মেঘ

তুমি কি সত্যিই হাওয়া, নাকি জলমহালের কোনও প্রাক্তন রাজকন্যা?
পথ ভুলে চলে এসেছো অরণ্যে-
তোমার রাজন্যবর্গে জানি এক ঘোড়াসাল আছে
শেকল ও অস্ত্রের গান তাই ভালো জানো রূপসী

আমরা ছিলাম অরণ্যের নেবু পাতায়
ফল ও বৃরে শুশোভিত মন্ত্রের কাছাকাছি,
তোমাকে তবুও ছোঁয় রস ও লাবণ্যের ঘ্রাণে
জেগে উঠো পেয়ালা ভর্তি মধু,
তোমাকে ডাকছে বিপণœ রাজকুমার;
মানুষের ত্বকে তাই তোমার নামে লিখা প্রেমের বাগান
সুরভিত হয়ে উঠুক এই বসন্তে

ইলিয়াস কমল-এর কবিতা

at বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০১১  |  No comments


ভোল পাল্টে ফেলেছে প্রিয় রাজহাস
আম জানি তার গন্তব্য, সে কেবল কোনও দূর নিয়ন্ত্রিত হাতছানি নয়-
আরো গভির হওয়ার ষড়যন্ত্র;
যার পরতে পরতে চোড়াবালির যুবতি মেঘ

তুমি কি সত্যিই হাওয়া, নাকি জলমহালের কোনও প্রাক্তন রাজকন্যা?
পথ ভুলে চলে এসেছো অরণ্যে-
তোমার রাজন্যবর্গে জানি এক ঘোড়াসাল আছে
শেকল ও অস্ত্রের গান তাই ভালো জানো রূপসী

আমরা ছিলাম অরণ্যের নেবু পাতায়
ফল ও বৃরে শুশোভিত মন্ত্রের কাছাকাছি,
তোমাকে তবুও ছোঁয় রস ও লাবণ্যের ঘ্রাণে
জেগে উঠো পেয়ালা ভর্তি মধু,
তোমাকে ডাকছে বিপণœ রাজকুমার;
মানুষের ত্বকে তাই তোমার নামে লিখা প্রেমের বাগান
সুরভিত হয়ে উঠুক এই বসন্তে

Read More

0 মন্তব্য(গুলি):

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

রাতে, যদিবা জ্বলে ওঠে গোপন আঁধার মনে মনে
তবে এক শূন্য উদ্যানে শুয়ে শুয়ে বিগত দিনের
জাবর কাটে অরূপ আঁধার;
তোমার শরীরে তাই পরিচিত মাছের গন্ধ
শুকে শুকে চিনে নেই গন্তব্যের নাম
যদিও পথে কেবল ধূলির বাতাস উড়ে-

বেগুনী বিকালে লিখতে গিয়ে নিজের নাম
আলোক স্বল্পতায় ভোগী আমি;
তোমার শৈশব অপরিচিত নদী হয়ে আসে
                       কলকল ধ্বনিময়-
অথচ অষ্টাদশী সূর্য নিকট যৌবনে
যার মুগ্ধতার সৌরভে ফুটে বেলি ফুল
নামহীন গোত্রহীন বালক তুমি
একটা ঘুড়ির বীজ না হয় রূপণ করো তবে।

ঘুড়ি উড়ানো বালকের কাছে খোলা চিঠি

at সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০১১  |  No comments

রাতে, যদিবা জ্বলে ওঠে গোপন আঁধার মনে মনে
তবে এক শূন্য উদ্যানে শুয়ে শুয়ে বিগত দিনের
জাবর কাটে অরূপ আঁধার;
তোমার শরীরে তাই পরিচিত মাছের গন্ধ
শুকে শুকে চিনে নেই গন্তব্যের নাম
যদিও পথে কেবল ধূলির বাতাস উড়ে-

বেগুনী বিকালে লিখতে গিয়ে নিজের নাম
আলোক স্বল্পতায় ভোগী আমি;
তোমার শৈশব অপরিচিত নদী হয়ে আসে
                       কলকল ধ্বনিময়-
অথচ অষ্টাদশী সূর্য নিকট যৌবনে
যার মুগ্ধতার সৌরভে ফুটে বেলি ফুল
নামহীন গোত্রহীন বালক তুমি
একটা ঘুড়ির বীজ না হয় রূপণ করো তবে।

Read More

0 মন্তব্য(গুলি):



মৃত্যুময় ঘুম, আমার প্রিয়তমা আগামি শীতে কি তোমার নিমন্ত্রণ?
যদি তুমি ভুলে যাও আমার ডাক, তবে দূত তোমার পথ হারাবে
আমি তো তোমাকে নই, ডেকে যাবো কেবল তোমার ঈশ্বর
রাত নিভে যাওয়ার আগেই সকাল এলেই আমার শূণ্য উঠান
কেবল ভরে ওঠবে আগামি বষন্তের পূর্বাভাষে, প্রিয়তমা শীত
তোমাকে কি বলে ডাকি? তুমি কি বসন্তের পাখি?
এই শীতে তোমাকে কোনও রাত জড়িয়ে উঠুক
কেউ দেখেনি সেই লোভের সংবাদ- তবুও জানি
আগামী মৃত্যুর পূর্বে একটা বসন্ত আসবে; আর আসবে তুমি
প্রিয়তমা শীত তুমি ভালো আছো তো?


এই শীতে তোমার জন্য অপেক্ষা

at সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০১১  |  No comments



মৃত্যুময় ঘুম, আমার প্রিয়তমা আগামি শীতে কি তোমার নিমন্ত্রণ?
যদি তুমি ভুলে যাও আমার ডাক, তবে দূত তোমার পথ হারাবে
আমি তো তোমাকে নই, ডেকে যাবো কেবল তোমার ঈশ্বর
রাত নিভে যাওয়ার আগেই সকাল এলেই আমার শূণ্য উঠান
কেবল ভরে ওঠবে আগামি বষন্তের পূর্বাভাষে, প্রিয়তমা শীত
তোমাকে কি বলে ডাকি? তুমি কি বসন্তের পাখি?
এই শীতে তোমাকে কোনও রাত জড়িয়ে উঠুক
কেউ দেখেনি সেই লোভের সংবাদ- তবুও জানি
আগামী মৃত্যুর পূর্বে একটা বসন্ত আসবে; আর আসবে তুমি
প্রিয়তমা শীত তুমি ভালো আছো তো?


Read More

0 মন্তব্য(গুলি):

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১


মাঝ রাত্রীর জানালা খুলে ফিরে গিয়েছি মাঠে
তোমার গলায় তাই শাপলার মালা-
নিভিয়ে দিয়েছো  যন্ত্রণার কুসুম- এমনও এক সময় জুড়ে
জড়িয়ে আছে ফুল-ফল ও পাথর বাগান

তালপাতার ইতিহাসে লেখা ভুলে গিয়ে আজ
পাটিগণিত অক্ষরের সুরে নাচি
জানালায় ডানা ভাঙা ঘুমের অষুধ খেয়ে
ছুটে যায় পিতৃপুরুষের কাছে- ও আমার প্রাণ মাঝি
তোমার দাওয়ায় বসে আছে দেখো জালালী কইতর-

ভুল করে তার গায়ে লেখা নিজের নাম
বারবার বলে ফিরে আসে তার নিজের কাছেই

ইলিয়াস কমল-এর কবিতা

at শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০১১  |  No comments


মাঝ রাত্রীর জানালা খুলে ফিরে গিয়েছি মাঠে
তোমার গলায় তাই শাপলার মালা-
নিভিয়ে দিয়েছো  যন্ত্রণার কুসুম- এমনও এক সময় জুড়ে
জড়িয়ে আছে ফুল-ফল ও পাথর বাগান

তালপাতার ইতিহাসে লেখা ভুলে গিয়ে আজ
পাটিগণিত অক্ষরের সুরে নাচি
জানালায় ডানা ভাঙা ঘুমের অষুধ খেয়ে
ছুটে যায় পিতৃপুরুষের কাছে- ও আমার প্রাণ মাঝি
তোমার দাওয়ায় বসে আছে দেখো জালালী কইতর-

ভুল করে তার গায়ে লেখা নিজের নাম
বারবার বলে ফিরে আসে তার নিজের কাছেই

Read More

0 মন্তব্য(গুলি):

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১


দূর হতে ভেসে আসে সতর্কবার্তা- আসে যন্ত্রনাহীন
কান্তির অবসর- অথচ টিয়া পাখির উমে
আমাদের রাত ভেসে যায় পশ্চিম থেকে পূর্বে

কড়া নেড়ে গিয়েছিলো ওড়নার উষ্ণতা
আলিঙ্গনের লোভ তাই বড় বেশি ম্যাড়ম্যাড়ে
তোমার তো তবুও সকার হওয়ার লোভ রয়েছে
আমার রয়েছে কেবল পাহাড় হওয়ার অপরাধ

এই বাক্য লিখতে গিয়ে ভুলতে বসেছিলাম শৈশব
তখন কোনও মাঠে হয়তো জনসভা হতো
তার চেয়ে বেশি হতো মনের ভেতর চড়কের মেলা

পাথরে আগুন জ্বেলে যারা সভ্যতা গড়েছিলো
তাদেরও কি তেমন বন্ধু আছে? আছে কি তাদের শববাহী
                                                  জাহাজের কঙ্কাল?
এভাবে মৃত্যুর জন্য জন্মায়নি পাহাড়
                    যমজ বৃক্ষের কোলে নুয়ে পড়া শিশু
                    তোমাকে তাই ঘুম ভাঙাবে জাদুকর

ইলিয়াস কমল-এর কবিতা

at বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০১১  |  No comments


দূর হতে ভেসে আসে সতর্কবার্তা- আসে যন্ত্রনাহীন
কান্তির অবসর- অথচ টিয়া পাখির উমে
আমাদের রাত ভেসে যায় পশ্চিম থেকে পূর্বে

কড়া নেড়ে গিয়েছিলো ওড়নার উষ্ণতা
আলিঙ্গনের লোভ তাই বড় বেশি ম্যাড়ম্যাড়ে
তোমার তো তবুও সকার হওয়ার লোভ রয়েছে
আমার রয়েছে কেবল পাহাড় হওয়ার অপরাধ

এই বাক্য লিখতে গিয়ে ভুলতে বসেছিলাম শৈশব
তখন কোনও মাঠে হয়তো জনসভা হতো
তার চেয়ে বেশি হতো মনের ভেতর চড়কের মেলা

পাথরে আগুন জ্বেলে যারা সভ্যতা গড়েছিলো
তাদেরও কি তেমন বন্ধু আছে? আছে কি তাদের শববাহী
                                                  জাহাজের কঙ্কাল?
এভাবে মৃত্যুর জন্য জন্মায়নি পাহাড়
                    যমজ বৃক্ষের কোলে নুয়ে পড়া শিশু
                    তোমাকে তাই ঘুম ভাঙাবে জাদুকর

Read More

0 মন্তব্য(গুলি):

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১


ইদানিং প্রায়ই এমন হয়। মনে হয় সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও পালিয়ে যাই। অথবা পালাই নিজের কাছ থেকে। পারি না। পারতে দেয় না বললে ভুল হবে। আসলে পারি না। এতটুকু মতা এখনো হয়নি বোধ হয়। হলে তো পারতামই। আসলে কোথায় পালাবো? এখনো কি পালিয়েই নেই? এই প্রশ্নগুলোও মাঝে মাঝে মনে আসে। উত্তর খুঁজি নিজের কাছেই। মাঝে মাঝে শান্তনার জন্য কিছু কথা পাওয়া যায়। আসলে সেই শান্তনাই। উত্তর আসে নিজের কাছে।
পালিয়েই তো আছো। আর কোথাও পালাতে চাও?
কোথায় পালালাম? পাল্টা প্রশ্ন করি।
সেও ঝটপট উত্তর দেয়, নিজের থেকে কি পালিয়ে আছো না এই স্বার্থপর ভূবনে? তোমার তো এখন মেঘ হয়ে ভাসার কথা ছিলো ঢাকার উত্তপ্ত বাতাসে বাতাসে।
তাই কি?
হ্যা তাই। অথচ তুমি ছুটছো অন্ধ পাথরের ভূবনে নিজেকে এক পাথর প্রমাণ করার জন্য।
থমকে যাই মনে মনে। কথাগুলো পূর্নবার শুনি। কানের ভেতর দিয়ে সিগারেট এর ধোঁয়া বেড় হয়। অথচ সেখান থেকে তো শৈত্য প্রবাহ আসার কথা ছিলো।
এইভাবে কান গরম করে দেয় ভেতরের স্বত্ত্বা। ‘আমি কি করিব’ ভেবে স্থির হয়ে বসে থাকি।

প্রিয় আকাশ,
তোমার কাছে কি ভরশূন্য হওয়ার কোনও আপেল গাছ আছে?

আমি আকাশে মেখেছি ধুলোময় কলাপাতার রঙ
এবেলা বাদাম আর শুকনো রুটির স্নিগ্ধতা মেখে
দিগন্তে উড়িয়েছি ঘুড়ি-
তুমি কি বাতাসের উপারে ছিলে? দেখেছো এই বদলের মিছিলে রাঙা
পায়রাগুলো তবুও পায়রাই থেকে যায়

তোমার কাছে কি ভরশূন্য হওয়ার কোনও আপেল গাছ আছে?

at সোমবার, সেপ্টেম্বর ১২, ২০১১  |  No comments


ইদানিং প্রায়ই এমন হয়। মনে হয় সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও পালিয়ে যাই। অথবা পালাই নিজের কাছ থেকে। পারি না। পারতে দেয় না বললে ভুল হবে। আসলে পারি না। এতটুকু মতা এখনো হয়নি বোধ হয়। হলে তো পারতামই। আসলে কোথায় পালাবো? এখনো কি পালিয়েই নেই? এই প্রশ্নগুলোও মাঝে মাঝে মনে আসে। উত্তর খুঁজি নিজের কাছেই। মাঝে মাঝে শান্তনার জন্য কিছু কথা পাওয়া যায়। আসলে সেই শান্তনাই। উত্তর আসে নিজের কাছে।
পালিয়েই তো আছো। আর কোথাও পালাতে চাও?
কোথায় পালালাম? পাল্টা প্রশ্ন করি।
সেও ঝটপট উত্তর দেয়, নিজের থেকে কি পালিয়ে আছো না এই স্বার্থপর ভূবনে? তোমার তো এখন মেঘ হয়ে ভাসার কথা ছিলো ঢাকার উত্তপ্ত বাতাসে বাতাসে।
তাই কি?
হ্যা তাই। অথচ তুমি ছুটছো অন্ধ পাথরের ভূবনে নিজেকে এক পাথর প্রমাণ করার জন্য।
থমকে যাই মনে মনে। কথাগুলো পূর্নবার শুনি। কানের ভেতর দিয়ে সিগারেট এর ধোঁয়া বেড় হয়। অথচ সেখান থেকে তো শৈত্য প্রবাহ আসার কথা ছিলো।
এইভাবে কান গরম করে দেয় ভেতরের স্বত্ত্বা। ‘আমি কি করিব’ ভেবে স্থির হয়ে বসে থাকি।

প্রিয় আকাশ,
তোমার কাছে কি ভরশূন্য হওয়ার কোনও আপেল গাছ আছে?

আমি আকাশে মেখেছি ধুলোময় কলাপাতার রঙ
এবেলা বাদাম আর শুকনো রুটির স্নিগ্ধতা মেখে
দিগন্তে উড়িয়েছি ঘুড়ি-
তুমি কি বাতাসের উপারে ছিলে? দেখেছো এই বদলের মিছিলে রাঙা
পায়রাগুলো তবুও পায়রাই থেকে যায়

Read More

0 মন্তব্য(গুলি):

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১১


বাগানে লাগিয়েছি ধনে পাতার সবুজ গাছ
অথচ চায়ের কাপে করে বড় হচ্ছে পেয়ারার জুস!

পতাকা উড়িয়ে দিয়ে তাইতো একটাই কেবল মিথ্যাচার
আর ফাইলে আটকে রেখে নিনাদিত সময়ের ইতিহাসকে মুছে
আরো কত জন্মের গল্প এক করে এঁকেছি এই বৃত্তান্ত!
দেখো তবুও ঝুলে আছে মধ্যপথে
ঠিক যেনো নারীর কোমর- আলো ও মৃত্যুর পাশাপাশি
আমিই একে একে নিজেদের ছায়া অতিক্রম করার চেষ্টা করি-
সমুদ্র ও পাহাড় কেবল দাঁড়িয়ে থাকে পুরোনো অজুহাত নিয়ে
আর কোনও মৃত্যুর পূর্বে বিগত যৌবনা নারী তুমি
ফিরে এসো পুর্নবার, দেখো তোমার জন্য স্ফিত রক্তের বান
সেজে আছে জলরঙ মূর্চ্ছনায়!

ধনে পাতা গাছ প্রিয় বন্ধু
চায়ের কাপে তবে আমাদের জন্ম ও মৃত্যুর কথা ভুলে
পেয়ারা ও লেবুর বাগান যেনো মুঠো খুলে বসে থাকা
আকাশ ও ঘুড়ির মাঠ- প্রতিদিন তাই ফুটে থাকে রক্তজবা ফুল

ইলিয়াস কমল-এর কবিতা

at শনিবার, সেপ্টেম্বর ০৩, ২০১১  |  No comments


বাগানে লাগিয়েছি ধনে পাতার সবুজ গাছ
অথচ চায়ের কাপে করে বড় হচ্ছে পেয়ারার জুস!

পতাকা উড়িয়ে দিয়ে তাইতো একটাই কেবল মিথ্যাচার
আর ফাইলে আটকে রেখে নিনাদিত সময়ের ইতিহাসকে মুছে
আরো কত জন্মের গল্প এক করে এঁকেছি এই বৃত্তান্ত!
দেখো তবুও ঝুলে আছে মধ্যপথে
ঠিক যেনো নারীর কোমর- আলো ও মৃত্যুর পাশাপাশি
আমিই একে একে নিজেদের ছায়া অতিক্রম করার চেষ্টা করি-
সমুদ্র ও পাহাড় কেবল দাঁড়িয়ে থাকে পুরোনো অজুহাত নিয়ে
আর কোনও মৃত্যুর পূর্বে বিগত যৌবনা নারী তুমি
ফিরে এসো পুর্নবার, দেখো তোমার জন্য স্ফিত রক্তের বান
সেজে আছে জলরঙ মূর্চ্ছনায়!

ধনে পাতা গাছ প্রিয় বন্ধু
চায়ের কাপে তবে আমাদের জন্ম ও মৃত্যুর কথা ভুলে
পেয়ারা ও লেবুর বাগান যেনো মুঠো খুলে বসে থাকা
আকাশ ও ঘুড়ির মাঠ- প্রতিদিন তাই ফুটে থাকে রক্তজবা ফুল

Read More

0 মন্তব্য(গুলি):

এই সাইটের যে কোনও লেখা যে কেউ অনলাইনে ব্যবহার করতে পারবে। তবে লেখকের নাম ব্যবহার করা বাধ্যতামূলক।

Blogger template Proudly Powered by Blogger. Arranged By: এতক্ষণে অরিন্দম