মঙ্গলবার, ১৫ মে, ২০১২


খুব বেশী রোদ নেই বৃক্ষের
যতটা পথ হেটেছে সে কিশোর বেলায়
তারচেয়ে আপন হয়েছে আজ
মরিচ বাগানের ঘ্রাণ,

বন্ধুর নামের আগে কেনো লিখে রাখে কৃষ্ণচূড়া ফুলের নাম
কেনো তার ভাত ঘুমে স্বপ্নেরা হানা দেয়
তাই বুছি জোছনার গান গাওয়া রাজহাঁস-
শুষুকের ভাগ্য ফেরায়

হাতে রেখে সু-সময়ের দিন, তোমাকে তাই বন্ধু হতে ডাকি-
      কেমন আছো জলের ঈশ্বর?
তাদের মুখরে কি সুখনিদ্রা আসে?
মাঝে মাঝে তাই ঋতুর বন্ধু হয়ে যাই
রোদ বৃষ্টি ফেরি করে বেরাই নগরের জানালায়
মানুষের ভাগ্য কি সেই রোদের বন্ধু হয়-
কি থাকে তাই অস্তিত্বের বিবর্ণ ইতিহাসে,
তার কথা লিখে রাখবে রোদের ডায়রী

রোদের সংসার

at মঙ্গলবার, মে ১৫, ২০১২  |  No comments


খুব বেশী রোদ নেই বৃক্ষের
যতটা পথ হেটেছে সে কিশোর বেলায়
তারচেয়ে আপন হয়েছে আজ
মরিচ বাগানের ঘ্রাণ,

বন্ধুর নামের আগে কেনো লিখে রাখে কৃষ্ণচূড়া ফুলের নাম
কেনো তার ভাত ঘুমে স্বপ্নেরা হানা দেয়
তাই বুছি জোছনার গান গাওয়া রাজহাঁস-
শুষুকের ভাগ্য ফেরায়

হাতে রেখে সু-সময়ের দিন, তোমাকে তাই বন্ধু হতে ডাকি-
      কেমন আছো জলের ঈশ্বর?
তাদের মুখরে কি সুখনিদ্রা আসে?
মাঝে মাঝে তাই ঋতুর বন্ধু হয়ে যাই
রোদ বৃষ্টি ফেরি করে বেরাই নগরের জানালায়
মানুষের ভাগ্য কি সেই রোদের বন্ধু হয়-
কি থাকে তাই অস্তিত্বের বিবর্ণ ইতিহাসে,
তার কথা লিখে রাখবে রোদের ডায়রী

Read More

0 মন্তব্য(গুলি):

এই সাইটের যে কোনও লেখা যে কেউ অনলাইনে ব্যবহার করতে পারবে। তবে লেখকের নাম ব্যবহার করা বাধ্যতামূলক।

Blogger template Proudly Powered by Blogger. Arranged By: এতক্ষণে অরিন্দম