বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩


প্রতি বছরই দুই বার করে ঈদ আসে ঈদকে উপলক্ষ করে নানা দিকে শুরু হয় আনন্দ আয়োজনের উৎসব মানুষের নানা প্রচেষ্টার সাথে তাল মেলাতে দৈনিক, সাপ্তাহিক পাক্ষিক, পত্রিকাগুলো নানা আয়োজন করে প্রকাশ করে বিশেষ ঈদ সংখ্যা প্রত্যেকের দৃষ্টিতে সেরা লেখকের লেখাটাই তারা তুলে দেয় পাঠকের হাতে পাঠক কিনে পড়ে সেইসব ঈদ সংখ্যা এইসব ঈদ সংখ্যার লেখাগুলোই পরবর্তিতে আরো পরিমার্জিত অবস্থায় বই আকারে প্রকাশ হয় বই মেলায় পাশাপাশি ভিস্যুয়াল মিডিয়ায় বিনোদনের চেষ্টায় দারুণ হুরুহুরি করে টেলিভিশনগুলো টেলিভিশনগুলোর আয়োজনটাকে হুরুহুরি বলি এই কারণে যে, সারা বছর মানুষ টিভি অনুষ্ঠানগুলোর দিকে মুখ ফিরে তাকিয়ে থাকে ভালো কিছু করে না করলেও সেটা এতই নগণ্য যে সে কথা বলার অপেক্ষাই রাখে না আর এই সুযোগেই ভারতীয় টিভিগুলোই দখল করে রাখে রিমোটের অধিকার সে যাই হোক, প্রতিবছরই ঈদের সময় ভালো ভালো অনুষ্ঠান, নাটক ও টেলিছবি প্রচার করে টেলিভিশনগুলো তবে এত এত বিজ্ঞাপন আর এত এত অনুষ্ঠানের চাপে সেইসব ভালো কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় মানুষের মনেই থাকে না সে কি দেখা শুরু করেছিলো আর কি দেখছে এই যন্ত্রণা থেকে রেহাই পেতে কেউ কেউ তো ঈদের সময় টিভিই দেখে না আমি অবশ্য তাদের দলে নই আমি পূর্ণাঙ্গ টিভি সূচি হাতে নিয়ে নিজের পছন্দের একটা সূচি দাঁড় করাই তারপর সেটা নিয়ে দেখতে বসি যদিও সেখানে তুমুল বিজ্ঞাপনের চাপ থাকেই আমার এইসব টিভি অনুষ্ঠানের ভেতর চল্লিশ মিনিটের খন্ড নাটকই প্রধান্য পায় বেশী

ঈদের অনুষ্ঠান দেখতে টিভিতে যে সময় চোখ রাখতে পারি

at বৃহস্পতিবার, আগস্ট ০৮, ২০১৩  |  No comments


প্রতি বছরই দুই বার করে ঈদ আসে ঈদকে উপলক্ষ করে নানা দিকে শুরু হয় আনন্দ আয়োজনের উৎসব মানুষের নানা প্রচেষ্টার সাথে তাল মেলাতে দৈনিক, সাপ্তাহিক পাক্ষিক, পত্রিকাগুলো নানা আয়োজন করে প্রকাশ করে বিশেষ ঈদ সংখ্যা প্রত্যেকের দৃষ্টিতে সেরা লেখকের লেখাটাই তারা তুলে দেয় পাঠকের হাতে পাঠক কিনে পড়ে সেইসব ঈদ সংখ্যা এইসব ঈদ সংখ্যার লেখাগুলোই পরবর্তিতে আরো পরিমার্জিত অবস্থায় বই আকারে প্রকাশ হয় বই মেলায় পাশাপাশি ভিস্যুয়াল মিডিয়ায় বিনোদনের চেষ্টায় দারুণ হুরুহুরি করে টেলিভিশনগুলো টেলিভিশনগুলোর আয়োজনটাকে হুরুহুরি বলি এই কারণে যে, সারা বছর মানুষ টিভি অনুষ্ঠানগুলোর দিকে মুখ ফিরে তাকিয়ে থাকে ভালো কিছু করে না করলেও সেটা এতই নগণ্য যে সে কথা বলার অপেক্ষাই রাখে না আর এই সুযোগেই ভারতীয় টিভিগুলোই দখল করে রাখে রিমোটের অধিকার সে যাই হোক, প্রতিবছরই ঈদের সময় ভালো ভালো অনুষ্ঠান, নাটক ও টেলিছবি প্রচার করে টেলিভিশনগুলো তবে এত এত বিজ্ঞাপন আর এত এত অনুষ্ঠানের চাপে সেইসব ভালো কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় মানুষের মনেই থাকে না সে কি দেখা শুরু করেছিলো আর কি দেখছে এই যন্ত্রণা থেকে রেহাই পেতে কেউ কেউ তো ঈদের সময় টিভিই দেখে না আমি অবশ্য তাদের দলে নই আমি পূর্ণাঙ্গ টিভি সূচি হাতে নিয়ে নিজের পছন্দের একটা সূচি দাঁড় করাই তারপর সেটা নিয়ে দেখতে বসি যদিও সেখানে তুমুল বিজ্ঞাপনের চাপ থাকেই আমার এইসব টিভি অনুষ্ঠানের ভেতর চল্লিশ মিনিটের খন্ড নাটকই প্রধান্য পায় বেশী

Read More

0 মন্তব্য(গুলি):

এই সাইটের যে কোনও লেখা যে কেউ অনলাইনে ব্যবহার করতে পারবে। তবে লেখকের নাম ব্যবহার করা বাধ্যতামূলক।

Blogger template Proudly Powered by Blogger. Arranged By: এতক্ষণে অরিন্দম