সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

আমাদের ডানায় রোদ্দুর খেলা করে

at সোমবার, জানুয়ারী ১৬, ২০১২  |  No comments


  
লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না
আমাদের আকাশের নানা রংয়ে যেদিন রাঙানোর কথা ছিলো এক সোনালী পৃথিবী সেদিন আমরা পথ ভুলে গিয়েছিলামএই রকম গল্পের প্রোপট আমাদের অনেক ছিলোতবুও আমরা আমাদের গল্পের কোনও সীমানা বা স্বার্থকতা নির্মাণ করতে পারি নিআমরা তখন প্রকৃত অর্থে কবি হয়ে উঠিনি বা কবিতার জন্য আমরা ছিলাম নাআর যার ফলে ক্যাবল লিটলম্যাগের মত শক্তিশালী মাধ্যমকে আমরা কোনও সমরাস্ত্রে সাজাতে পারিনিবরংচ মাঝে মাঝে আমরা নিজেরাই নিজেদের মনে করেছি এক অসম যোদ্ধাআর সেই রণ সাজে সাঁজতে গিয়ে আমরা তালগোল পাকিয়ে ফেলেছিআর তাই লক্ষ্মী বউ এর মতো সম্পূর্ণ বউকে বা কবিতার জন্য কবিকে লিটলম্যাগের ছায়ায় পেয়েছি কমযাও এসেছে তাও মাত্র হাতে গোনাতবে প্রশ্ন আসতে পারে লক্ষ্মী বউ এখানে কি? লক্ষ্মী বউ এখানে কবিতার প্রতি উসর্গিত একটি চিন্তাযা একজন লিটলম্যাগের সম্পাদকের মাধ্যমেও আসতে পারে; আসতে পারে একজন কবিতা কর্মীর মাঝ দিয়েও

ছোট্ট ডানায় ধরি অপার আকাশ
এটি প্রথম জাতীয় লিটলম্যাগাজিন মেলার শ্লোগান ছিলএক কথায় বলতে পারি লিটলম্যাগের চারিত্রও তাইতো সেই ছোট্ট ডানা আর অপার আকাশটা কি? এগুলো তেমন কিছুই না আবার অনেক কিছুযেমন- অপার আকাশ বলতে সহজেই যে বিষয়টা আমাদের ভাবনায় উঁকি দেয় তা হলো একটা আকাশ- যার সীমা অসীমএই আকাশটা হচ্ছে আমাদের মননআর এই অসীমতাই হচ্ছে চিন্তার ব্যাপ্তিআর ছোট্ট ডানা বলতে বুঝি এই চিন্তার ব্যাপ্তি আর মননের উকর্ষতা প্রকাশের স্থানের আয়তন হলো ছোট্ট ডানাএইই তো লিটলম্যাগঅথচ আমরা আমাদের এই চিন্তা আর উকর্ষতা দেখানোর এই উর্বর ভূমিখানা চাষাবাদ না করে করছি টবে বাগানএই নির্দিষ্ট গন্ডি ভেঙে একটু বাইরে তাকাই নাÑ দেখি সেখানে কি রোদের ঝলক দেখা দেয় কি না?

অদ্ধুত আঁধার এক এসেছে পৃথিবীতে যারা অন্ধ সবচেয়ে বেশী আজ চোখে দেখে তারা
আমাদের সময়ের সবচেয়ে বেদনার বিষয় হচ্ছে মিডিয়া ভাবনাআমাদের কবিতাকর্মীরা তাই এই মিডিয়া নিয়েই ভাবিততবে এই মিডিয়ার জন্যই হয়তো অনেকে কবিতার কাগজ করেএবং অধিকাংশ ক্ষেত্রেই এই কাগজগুলো লিটলম্যাগ হয়ে উঠে নাতো কিভাবে এই পত্রিকাগুলো কাগজ আর লিটলম্যাগের মাঝে পার্থক্য তৈরি করবে? এই পার্থক্য তৈরি করবে কবিতার কাগজের চারিত্র বা ধর্ম দেখেসেই কাগজের চারিত্র বা ধর্ম হবে সএই সততা থাকবে পত্রিকার সম্পাদকের সম্পাদকীয় চরিত্রেএই সততা থাকবে কবিতার প্রতি কমিটম্যান্ট-এএই সততাকে পূঁজি নিয়েই একজন সম্পাদক বা একজন লিটলম্যাগকর্মী তার যাত্রা করবেসেটাই আশা করে থাকি আমি বা আরও অনেকেকিন্তু আমাদের গল্পগুলো এখানেই নিশ্চুপ হয়ে উঠছেআর তাই পত্রিকার সাহিত্য পাতায় নিজের নাম দেখার জন্য বা নিজেকে জাতীয় পর্যায়ের (ছোট বা বড়) কবি হওয়ার জন্য অনেকের পায়তারা অনেকটা স্থুল দেখায়আর সে প্রতিযোগিতায় নামতেই এখন একটা মোটামোটি রকমের সাহিত্যের কাগজ করে নিজেকে পরিচিত করতে চেষ্টা করেযার দ্বারা তারা তাদের পত্রিকাকে নিজেকে প্রকাশের বিশাল বিশাল মিডিয়া ভাবেআর তাই কিছুদিন পর তারাই হয়ে যায় অনেক কিছুর নির্ধারকআমি এইসব কাগজের সম্পাদককে স্বাভাবিক চোখে দেখিনাআর তাদের মানসিক দৌড়টাও তাই দেখার মত হয়তারা অনেক সময়ই যেই মানসিক দৌড়ে জিততে চায়দেখাতে চায় আমরা অনেক কিছু করে ফেলছি, আমাদের সাথে তোমরা (যারা প্রকৃত অর্থেই লিটলম্যাগকর্মী) পারবে নাতাদের থেকে আমাদের নিরাপদ দূরত্বে থাকা খুব বেশি জরুরীকারণ আমরা তো জানিই- খালি কলসি বাজে বেশি, ভড়া কলসি বাজে না

হবে না, হবে না কিছূ ... জেনে গেছি যুগলে হবে না; যৌথতায় আরো বেশি অসম্ভব হবেÑ যদি হয়, তবে একা একা
আমরা আমাদের গন্তব্য জানিএই গন্তব্যের জন্য বিপ্লবের ডাক দিলে হবে নাবিপ্লবে ঝাপিয়ে পড়ারও কিছু নেইনিজের যদি সেই পথে যাবার প্রস্তুতি থাকে তবে সঙ্গী সাথির চিন্তা করলে হবে নাআর তাই নামতে হবে একাআমাদের পূর্বপুরুষ রবীন্দ্রনাথ তো বলেই গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

আমাদের পকেট ভর্তি রোদ আমাদের হৃদয় ভর্তি আরও- আমাদের মত নেই কারও
আমরা একটি পথ নির্মাণের চেষ্টা করছি, যে পথ আগামীর কবিতা নির্মাণের পথসে পথ নির্মাণের জন্য আমরা এখন খুড়ছি মাটিসেই মাটি খোড়া হলে সেখানে ইটের টুকরো সুড়কির স্তর পড়বেতারপর রোলার- তারপর পিচ, আবার রোলার- তারপর লেন ডিভাইডার; তারপরন না সড়ক প্রস্তুত! তবেই না গন্তব্য পৌঁছাএবার না যে কারো জন্য উন্মুক্ত প্রতিযোগিতা নতুন গন্তব্যের জন্য নতুন করে গন্তব্য নির্ধারণ করে পুনরায় সড়ক তৈরির প্রস্তুতিপৃথিবীটা এই চক্রের ভেতর দিয়েই চলছে চলবে...এতে সব বাঁধা বিপত্তি তো আমরাই অতিক্রম করবো

* গদ্যের বিভিন্ন উপশিরোনামে ব্যবহৃত কবিতাগুলো যথাক্রমে আবুল হাসান এর রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের উচ্চারণগুলি শোকের, দ্বিতীয় জাতীয় লিটলম্যাগাজিন মেলার শ্লোগান, জীবনানন্দ দাশ এর অদ্ভুত আঁধার, রহমান হেনরীর সার্কাস মুখরিত গ্রামর উসর্গ কবিতা ও লেখকের নিজস্ব কবিতা থেকে দেয়া হয়েছে

Share
About the Author

Write admin description here..

0 মন্তব্য(গুলি):

এই সাইটের যে কোনও লেখা যে কেউ অনলাইনে ব্যবহার করতে পারবে। তবে লেখকের নাম ব্যবহার করা বাধ্যতামূলক।

Blogger template Proudly Powered by Blogger. Arranged By: এতক্ষণে অরিন্দম